আন্তর্জাতিক ডেস্ক : এ যেন একেবারে ভৌতিক কাণ্ড! গ্রাহকদের অজান্তেই লক্ষ লক্ষ টাকা জমা পড়ল তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে৷ আবার তাদের অজান্তেই সেইসব জমা হওয়া টাকা ট্রান্সফার হয়ে গিয়েছে এক ব্যবসায়ীর অ্যাকাউন্টে!
একজন বা দু’জন নয়, প্রায় শতাধিকও বেশি গ্রাহকের অ্যাকাউন্টে এই ভুতুড়ে লেনদেনের ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পুর্ব মেদিনীপুরের একটি শাখায়। ঘটনার কথা জানাজানি হওয়ার পর অভিযোগকারী গ্রাহকরা আজ দল বেঁধে হাজির হন স্টেট ব্যাংকের মুগবেড়িয়া শাখায়। বিক্ষোভও দেখান তারা। গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে চাপে পড়েছেন ব্যাংক কর্তৃপক্ষ।
অভিযুক্ত ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হচ্ছে বলে ব্যাংকের ম্যানেজার জানিয়েছেন। যদিও গ্রাহকদের অজান্তে লক্ষ লক্ষ টাকার ভুতুড়ে লেনদেনের ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে মুগবেড়িয়া এলাকায়। এই ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিও তুলেছেন প্রত্যেকেই।
৬ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস