রবিবার, ০৭ মে, ২০১৭, ০৭:১৩:০০

দিল্লি বিমানবন্দরে যাত্রীসহ দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ!

দিল্লি বিমানবন্দরে যাত্রীসহ দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ!

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা এড়াল দিল্লি এয়ারপোর্ট। রবিবার সকালে একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে অপর একটি যাত্রীবাহী বিমানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। পাটনাগামী জেট এয়ারওয়েজের বিমান এদিন অন্য একটি বিমানের পাখায় ধাক্কা মারে। তবে এখনও পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দিল্লি বিমানবন্দরের একটি সূত্র জানায়, দুটি জেট এয়ারওয়েজের বিমান রানওয়েতে মুখোমুখি হয়ে গিয়েছিল। অন্য বিমানটি শ্রীনগরের দিকে যাচ্ছিল বলে জানা গেছে।

এয়ারপোর্টের ডিসিপি সঞ্জয় ভাটিয়া জানান, কারও আহত হওয়ার কোনও ঘটনা ঘটেনি। তবে ঠিক কি কারণে এমন দুর্ঘটনার মুখোমুখি হতে হল দুটি বিমানকে সেটা তদন্ত করে দেখা হবে।

এর আগে গত ২৬ এপ্রিলও ওই বিমানবন্দরের রানওয়েতে একই ধরনের একটি দুর্ঘটনা ঘটে। -কলকাতা টোয়েন্টিফোর ও হিন্দুস্থান টাইমস
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে