রবিবার, ০৭ মে, ২০১৭, ০৮:৩৮:২৩

'প্রেমিকাকে বিয়ে করতে চাই, একটু সহায়তা করবেন?' : মোদির কাছে অনুনয়

'প্রেমিকাকে বিয়ে করতে চাই, একটু সহায়তা করবেন?' : মোদির কাছে অনুনয়

আন্তর্জাতিক ডেস্ক: প্রেমিকাকে বিয়ে করে সংসার পাতার পথে অনেক বাধাই থাকতে পারে। এর জন্য মানুষ পরিবার বা বন্ধুমহলের সহায়তা চাইতেই পারেন। এরাই তো শুভ কাজ সম্পন্ন করতে এগিয়ে আসেন। কিন্তু এদের কারো ধারও ধারলেন না ভারতের চন্ডিগড়ের এক তরুণ। তিনি সহায়তা চাইলেন সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে!

ওই তরুণ পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তার প্রেমিকা নার্স হিসাবে কর্মরত। মোদির কাছে তরুণের অনুরোধ, তিনি যেন একজন প্রতিনিধি পাঠান যার কাজ হবে প্রেমিক যুগলের পরিবারকে এ বিয়েতে রাজি করানো। তার অনুরোধের ভাষা অনেকটা এরকম, 'প্রেমিকাকে বিয়ে করতে চাই, একটু সাহায্য করবেন মোদিজি?'

এই ঘটনাকে মোটেও হালকা কৌতুক হিসাবে নেয়নি সেন্ট্রালাইজড পাবলিক গ্রিভেন্স রিড্রেস অ্যান্ড মনিটরিং সিস্টেম। তারা চিঠিটি প্রধানমন্ত্রী অফিসে পাঠিয়ে দিয়েছে। তবে চন্ডিগড় থেকে এমন অনেক অদ্ভুত অনুরোধ যায় প্রধানমন্ত্রী বরাবর।  

গ্রিভেন্স সিস্টেম থেকে বলা হয়, এমন অভিযোগ ও অনুরোধ প্রায়ই তাদের মুখে হাসি ফোটায়। তারা মোটেও বিরক্ত নন এসব চিঠিতে। একবার একজন মোদিকে অনুরোধ করলেন চন্ডিগড় পুলিশ স্টেশনে একটি হেলিকপ্টার পাঠাতে। যেন অপারাধ সংঘটনের এক স্থানে দ্রুত পুলিশ পৌঁছতে পারে। এমন আরেকজনের অভিযোগ, তার বাগান থেকে বিনা অনুমতিতে কেউ একজন ফুল চুরি করছে। কিন্তু কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না।  

চন্ডিগড় কর্তৃপক্ষ প্রতিমাসে এমন ৪ শতাধিক চিঠি পেয়ে থাকেন। এগুলোতে চন্ডিগড়বাসীদের ব্যক্তিগত ক্ষোভ ও চাহিদার কথা লেখা থাকে।  

এখন ওই তরুণের চিঠিটি আদৌ প্রধানমন্ত্রীর কাছে পৌঁছেছে কিনা, আর মোদি ব্যবস্থা নেবেন কিনা, তা জানা যায়নি।- টাইমস অব ইন্ডিয়া
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে