আন্তর্জাতিক ডেস্ক: সীমান্তের কাছে গুলির লড়াইতে ৫০ জন আফগান সেনাকে হত্যা করেছে বলে দাবি করল পাকিস্তান। পাঁচটি আফগান সেনাঘাঁটি উড়িয়ে দিয়েছে বলেও দাবি করা হয়েছে। রবিবার এমনটাই জানানো হয়েছে পাকিস্তান সেনার তরফ থেকে।
পাকিস্তানে মেজর জেনারেল নাদিম আহমেদ এদিন সাংবাদিকদের জানান, চামন সেক্টরের কাছে এই গুলির লড়াই চলে। এতে পাক সেনার দুই জওয়ান নিহত হয়েছে ও ন’জন আহত হয়েছে। গত শুক্রবার থেকে দক্ষিণ-পশ্চিম বালোচিস্তান প্রদেশের সীমান্তে লড়াই চলছিল দুই দেশের।
ইসলামাবাদের দাবি, পাকিস্তানের সেন্সাস কর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়েছিল আফগান সেনা। যাতে ন’জন সাধারণ মানুষের মৃত্যু হয় ও আহত হয় ৪২ জন। তারপরই পাল্টা জবাব দিতে শুরু করে পাক সেনা। পাকিস্তান।-কলকাতা২৪
এমটিনিউজ২৪/টিটি/পিএস