সোমবার, ০৮ মে, ২০১৭, ০১:২৫:২৯

ফলাফলের পূর্বাভাস : ফ্রান্সের প্রেসিডেন্ট হচ্ছেন ম্যাক্রনই

ফলাফলের পূর্বাভাস : ফ্রান্সের প্রেসিডেন্ট হচ্ছেন ম্যাক্রনই

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে মধ্যপন্থী প্রার্থী এমানুয়েল ম্যাক্রন বিজয়ী হয়েছেন বলে ফলাফলের পূর্বাভাসে জানা যাচ্ছে। তিনি তার প্রতিদ্বন্দ্বী উগ্র ডানপন্থী প্রার্থী মারিন ল্য পেনকে ৩৫% থেকে ৬৫% ভোটে পরাজিত করেন বলে ঐ পূর্বাভাসে বলা হচ্ছে।

এই ফলাফল অনুযায়ী, ৩৯ বছর বয়স্ক ম্যাক্রনই হবেন ফ্রান্সের কনিষ্ঠতম প্রেসিডেন্ট। পূর্বাভাস সত্যি হলে, একই সাথে তিনিই হবেন প্রথম প্রেসিডেন্ট যিনি দেশের দুটি প্রধান রাজনৈতিক দলের বাইরে থেকে রাষ্ট্র ক্ষমতায় আসবেন। কঠোর নিরাপত্তার মধ্যে রোববার তুমুল প্রতিদ্বন্দিতাপূর্ণ এই নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোট-গ্রহণ সম্পন্ন হয়।

সারাদেশ থেকে প্রাপ্ত নির্বাচনী ফলাফল থেকে পূর্বাভাষ (প্রোজেকশন) দেওয়া হচ্ছে যে, ৬৫.১ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট হচ্ছেন ম্যাক্রন। তার উগ্র-দক্ষিণপন্থী প্রতিদ্বন্দ্বী ম্যারিন লা পেন পাচ্ছেন ৩৪.১ শতাংশ ভোট। এ খবর দিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

ম্যাক্রনের এই জয়ে অনেকটাই হাঁফ ছেড়ে বাঁচলো ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। কারণ, ম্যাক্রনের প্রতিদ্বন্দ্বী লা পেন যেখানে ক্ষমতায় গেলে ব্রেক্সিটের আদলে ফ্রান্সকে ইইউ থেকে বের করে নেয়ার হুমকি দিয়েছিলেন, ম্যাক্রন সেখানে ইইউর পক্ষেই অবস্থান নেন। সামনেই জার্মানি, বৃটেন ও সম্ভবত ইতালিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই ফরাসি এই নির্বাচনের দিকে ঘনিষ্ঠ নজর রেখেছে গোটা ইউরোপ।

৭ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে