মঙ্গলবার, ০৯ মে, ২০১৭, ১০:২৫:৪০

৩০ মিনিটের জন্য বিশ্বজুড়ে ফেসবুক বন্ধ!

 ৩০ মিনিটের জন্য বিশ্বজুড়ে ফেসবুক বন্ধ!

আন্তর্জাতিক ডেস্ক: আজ মঙ্গলবার সকালে হঠাত করেই একই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমস্যার সম্মুখিন হয়েছেন ব্যবহারকারীরা। মঙ্গলবার বিশ্বের বিভিন্নস্থানের ব্যবহারকারীরা প্রায় ৩০ মিনিটের ওপর ফেসবুক ব্যবহার করতে পারেননি বলে অভিযোগ পাওয়া গেছে।  

এসময় ব্যবহারকারীরা মেসেঞ্জারের মাধ্যমেও যোগাযোগ করতে পারেননি। তবে কি কারণে এই সমস্যা হয়েছে সে সম্পর্কে কিছু জানাতে পারেনি বর্তমান প্রযুক্তি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম প্রতিষ্ঠানটি।

টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, এশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের নাগরিকরা আজ সকালে তাদের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে গিয়ে সমস্যায় পড়েন।  নর্থ আমেরিকায় এই সমস্যা এখন বাড়ছে বলে প্রতিবেদনে জানানো হয়।

আজ সকালে বাংলাদেশের অনেক ব্যবহারকারীও ফেসবুকে প্রবেশ করতে পারেননি বলে অভিযোগ পাওয়া গেছে। ফেসবুক ব্যবহারকারীরা নিজেদের অ্যাকাউন্টে প্রবেশ করতে গিয়ে 'সামথিং ওয়েন্ট রঙ' লিখা মেসেজ পান।

এদিকে ফেসবুক ক্রাশের ১০মিনিটের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে হ্যাশট্যাগের মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে।
৯ মে ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে