মঙ্গলবার, ০৯ মে, ২০১৭, ১০:৩৯:৫২

ভারতের প্রধান বিচারপতিসহ ৮ বিচারপতিকে ৫ বছরের কারাদণ্ড!

ভারতের প্রধান বিচারপতিসহ ৮ বিচারপতিকে ৫ বছরের কারাদণ্ড!

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের আরও ৭ বিচারপতিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারক চিন্নাস্বামী নাথন কারনান। আদেশে তিনি বলেন, বর্ণ বৈষম্য, ষড়যন্ত্র, হয়রানি এবং আদালত অবমাননা প্রক্রিয়ার অপব্যবহারের দায়ে ওই বিচারকদের সাজা দেয়া হয়েছে।

গত সপ্তাহেই নিজের বাড়িতে আদালত বসিয়ে ওই ৮ বিচারপতির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তার পরদিন একদল মানসিক চিকিৎসক বিচারপতি কারনানের স্বাস্থ্য পরীক্ষা করতে গেলে তাদের ফিরিয়ে দেন তিনি। বিচারপতি কারনান বলেন, তার মানসিক অবস্থা পুরোপুরি ঠিক আছে। কোনো অভিভাবকের উপস্থিতি ছাড়া মানসিক স্বাস্থ্য পরীক্ষার নিয়ম নেই বলেও জানান তিনি।

৬১ বছর বয়সী বিচারপতি কারনান এবং ভারতের সর্বোচ্চ আদালতের মধ্যকার এই লড়াই শুরু হয় চলতি বছরের শুরুতে। কারনান ২০ জন দুর্নীতিগ্রস্ত বিচারকের একটি তালিকা তৈরি করে সে সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠান এবং এ বিষয়ে তদন্ত দাবি করেন।

এর জবাবে সুপ্রিম কোর্ট তাকে মাদ্রাজ হাইকোর্ট থেকে বদলি করে কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিলে প্রতিবাদ করে কারনান বলেন, দলিত সম্প্রদায়ের হওয়ায় তিনি এসব হয়রানির সম্মুখীন হচ্ছেন।

এ ঘটনায় দফায় দফায় বিচারপতি কারনানের বিরুদ্ধে সমন জারি, আদালত অবমাননা এবং মানহানির অভিযোগ আনা হয়েছে সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে। তবে প্রতিবারই তিনি প্রতিটি নির্দেশের বিরুদ্ধে আরেকটি করে নির্দেশ জারি করেছেন তার বাসায় আদালত বসিয়ে।

সুপ্রিম কোর্ট চিন্নাস্বামী নাথন কারনানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনলে তিনি ওই বিচারপতিদের বিরুদ্ধে মানহানির মামলা করেন। এরপর আদালতে একবার হাজিরা দিয়ে কারনান দাবি জানান যেন ওই ৮ বিচারপতিও তার আদালতে হাজির হন।

এর প্রতিক্রিয়ায় সুপ্রিম কোর্ট কারনানের মানসিক সুস্থতা নিয়ে সন্দেহ প্রকাশ করে তার মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেন। একই সঙ্গে ভারতের সবগুলো আদালত ও ট্রাইব্যুনালকে নির্দেশ দেয়া হয়, যেন মাসখানেক পরই অবসর নিতে যাওয়া বিচারপতি কারনানের জারি করা কোনো আদেশকে আমলে নেয়া না হয়।
৯ মে ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে