মঙ্গলবার, ০৯ মে, ২০১৭, ১২:০৭:১১

কিমকে হত্যা চেষ্টার প্রতিশোধ নেবে উ. কোরিয়া

কিমকে হত্যা চেষ্টার প্রতিশোধ নেবে উ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ব্যর্থ হত্যা প্রচেষ্টার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে পিয়ংইয়ং।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ এক বিবৃতিতে বলেছে, দেশের সামরিক বাহিনী ধারাবাহিকভাবে সন্ত্রাসবাদ-বিরোধী আরো শক্তিশালী অভিযান চালাবে এবং সন্ত্রাসীদেরকে নির্মমভাবে ধ্বংস করবে।

বার্তা সংস্থাটি জানিয়েছে, কিম জং উনের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে ‘বায়োকেমক্যিাল’ উপাদান দিয়ে হত্যার ব্যর্থ প্রচেষ্টা চালিয়েছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা।

কেসিএনএ আরো দাবি করেছে, তাদের নেতাকে হত্যার জন্য সিআইএ উত্তর কোরিয়ার এক নাগরিককে ৪০ হাজার ডলার দিয়েছে।

উত্তর কোরিয়ার গোয়েন্দা সংস্থার প্রধান জানিয়েছেন, ব্যর্থ হত্যা প্রচেষ্টার পেছনে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছে এবং এ পর্যন্ত কিমকে হত্যার জন্য ৮০টি প্রচেষ্টা নস্যাৎ করা হয়েছে।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে