মঙ্গলবার, ০৯ মে, ২০১৭, ০১:৪০:১৪

জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প

জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের দক্ষিণাঞ্চলের মিয়াকোতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে আঘাত হানা ওই ভূমিকম্পে সব ধরনের ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় ওকিয়ান চেনের মিয়াকো দ্বীপে আঘাত হানা ভূমিকম্পটির গভীরতা ১০ কিলোমিটার। এটি রাজধানী টোকিও থেকে ১ হাজার ৮৪০ কিলোমিটার দক্ষিণপূর্বে এবং তাইপেই থেকে ৩৮০ কিলোমিটার পূর্বে অবস্থিত।

এর কারণে কোনো সুনামি সতর্কতা জারি না হলেও জাপানের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, এর কারণে সমুদ্রস্তরের পরিবর্তন হতে পারে।  
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে