মঙ্গলবার, ০৯ মে, ২০১৭, ০৬:৪৭:১৬

মোদি সফরকে ঘিরে শ্রীলংকায় ভিমরুল নিধন!

মোদি সফরকে ঘিরে শ্রীলংকায় ভিমরুল নিধন!

আন্তর্জাতিক ডেস্ক: কিছু দিনের মধ্যেই শ্রীলংকা সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ উপলক্ষে দেশটির কয়েকটি স্থানে ভিমরুলের বাসা ভেঙে দিচ্ছে স্থানীয় প্রশাসন। সফরকালে ভারতীয় অতিথিরা যাতে হেলিকপ্টারে করে নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন এ জন্যই এ উদ্যোগ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ সব তথ্য জানানো হয়।

জানা যায়, ভিমরুলের কামড় থেকে প্রধানমন্ত্রী মোদি ও তার সফরসঙ্গীদের বাঁচাতে এই নিধন অভিযান পরিচালনা করা হচ্ছে। আর এই নিধন অভিযান চালানোর জন্য ‘দ্য প্রাইভেট বি প্রটেকশন অরগানাইজেশন’  নামে একটি প্রাইভেট কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ব্যাপারে ভিমরুল দমন ইউনিটের প্রধান তিসসা বানদারা জানান, স্থানীয় দুইটি হ্যালিপ্যাডের কাছে দুইটি বড় ভিমরুলের বাসা রয়েছে। সেখানে ভারতীয় অতিথিদের বহনকারী হ্যালিকপ্টার অবতরণ করলে সেগুলো তাদের কামড় দিতে পারে। তাই সেখানে থাকা ভিমরুলের বাসাগুলো ভেঙে ফেলা হচ্ছে।

প্রসঙ্গত, ১২ মে শুক্রবার শ্রীলংকা সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি। তার সফর উপলক্ষে দেশটিতে আইন-শৃঙ্খলা বাহিনীর ছয় হাজার সদস্য মোতায়েন করা হচ্ছে।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে