আন্তর্জাতিক ডেস্ক: আল-কায়দা শীর্ষনেতা আয়মান আল-জাওয়াহিরি ইসলামি দুনিয়ার তরুণ প্রজন্মের কাছে বিচ্ছিন্ন ভাবে লড়াই শুরুর আবেদন করলেন। সম্প্রতি জাওয়াহিরির বক্তব্য-সহ একটি ভিডিও ফুটেজের সন্ধান পাওয়া গিয়েছে৷ তাতেই আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে বসবাসকারী ইসলামি আদর্শে বিশ্বাসী তরুণদের কাছে এ আবেদন করেন এই জঙ্গি নেতা৷ তিনি জানিয়েছেন, যদি সঙ্ঘবদ্ধ ভাবে হামলা চালানো সম্ভব না হয়, তা হলে বিচ্ছিন্ন ভাবেই হামলা চলিয়ে যেতে হবে৷ কিন্তু, পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই যেন থেমে না যায়৷
এই ভিডিও ফুটেজটি কতদিন আগে ক্যামেরাবন্দি হয়েছিল সে বিষয়ে নিশ্চিত ভাবে কোন কিছু বোঝায় যায়নি৷ তবে, এখানে জাওয়াহিরির বক্তব্যের মধ্যে একাধিকবার আফগানিস্তানের তালিবান নেতা মোল্লা মহম্মদ ওমরের নামোল্লেখ ছিল৷ এ থেকে অনুমান করা হচ্ছে, এই ভিডিওটি অন্তত দু'মাসের পুরোনো৷ তখনও মোল্লা ওমরের মৃত্যুর খবর প্রকাশ হয়নি৷ এই ভিডিয়োতে জাওয়াহিরিকে শোনা গিয়েছে 'পশ্চিম দুনিয়ার বিরুদ্ধে লড়াইতে' ইসলামিক স্টেটকে সমর্থন করার কথাও৷ যদিও, খিলাফত গঠনের নামে ইসলামিক স্টেট যে ভাবে নিজেকে ইসলামি আদর্শের একমাত্র প্রতিনিধি বলে দাবি করেছে তা সমর্থন করেননি জাওয়াহিরি৷
বিচ্ছিন্ন হামলার প্রতি ইসলামি তরুণদের উদ্বুদ্ধ করার প্রয়াসে জাওয়াহিরি উদাহরণ দিয়েছেন বস্টন ম্যারাথনে বিস্ফোরণ ঘটানো সারনায়েভ ভ্রাতৃদ্বয় এবং প্যারসে শার্লি এবদোর দন্তরে হামলা চালানোর মূল চক্রী কুয়াশি ভাইদের৷ যে ভাবে ইসলামিক স্টেটকে দমনের নামে সিরিয়ায় বোমাবর্ষণ করে চলেছে তার তীব্র নিন্দা করতে শোনা গিয়েছে জাওয়াহিরিকে৷ জানিয়েছেন, পশ্চিম-বিরোধী গোষ্ঠীগুলিকে এক হয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে৷
১৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/