আন্তর্জাতিক ডেস্ক: ভারত অধিকৃত কাশ্মীরে এক ভারতীয় সেনা কর্মকর্তাকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে প্রায় ৫৭ কিলোমিটার দক্ষিণে ওই সেনা কর্মকর্তার লাশ পাওয়া গেছে।
শোপাইনে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা বলেন, 'মঙ্গলবার রাতে জঙ্গিরা তরুণ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট উমর ফাইয়াজকে তার এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান থেকে অপহরণ করে নিয়ে যায়। আজ সকালে আমরা তার গুলিবিদ্ধ লাশ পেয়েছি।'
ফাইয়াজ পাঁচ মাস আগে সেনা চিকিৎসক হিসেবে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। জম্মু জেলার আখনূরের রাজস্থান রাইফেলসে দায়িত্ব পালন করছিলেন তিনি।
এমটিনিউজ২৪/টিটি/পিএস