বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭, ০২:২৪:২৩

ঝড়ে বিয়ে বাড়ির দেয়াল ধসে নিহত ২৬

 ঝড়ে বিয়ে বাড়ির দেয়াল ধসে নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজস্থানে প্রচণ্ড ঝড়ে একটি বিয়ে বাড়ির দেয়াল ধসে চার শিশুসহ ২৬ জন নিহত ও কমপক্ষে ২৮ জন আহত হয়েছেন।

বুধবার রাতে রাজস্থানের ভারতপুর জেলায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, বিয়ের অনুষ্ঠান চলাকালীন হঠাৎ করে প্রচণ্ড ঝড় শুরু হয়। এ সময় লোকজন হলরুমের সঙ্গে টিনশেডের ঘরে আশ্রয় নেন।

এ সময় ঝড়ে হল রুম এবং টিনশেডের ঘরটি ভেঙে পড়লে ধ্বংসস্তূপের নিচে সবাই চাপা পড়েন।

পুলিশের আইজি অলোক ভাসিতথা পিটিআইকে বলেন, ‘দেয়ালসহ গোটা ঘর ভেঙে পড়লে অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে।’

পুলিশের এসপি অনিল তাঙ্ক বলেন, নিহতের মধ্যে ১১ জন পুরুষ, ৭ নারী ও ৪ শিশু রয়েছে। বিয়ে বাড়ির দেয়ালটি ৯০ ফুট লম্বা এবং ১২/১৩ ফুট চওড়া ছিল বলেও জানান তিনি।

দেয়াল ধসে নিহতের ঘটনায় রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে শোক প্রকাশ করেছেন।

তিনি আহতদের সঠিক চিকিৎসার ব্যবস্থা করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।-খবর এনডিটিভি
 এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে