শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫, ০৫:৩৮:৪২

তালেবান দমন করতে পারব না : নেওয়াজ শরিফ

তালেবান দমন করতে পারব না : নেওয়াজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তনের প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফ চারদিনের আমেরিকা সফরে রয়েছেন। এই সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে অনেক বিষয় নিয়ে কথা বলেন। নেওয়াজ শরিফ তালেবান দমনের বিষয়ে ওবামার সাথে আলোচনা করেন। রয়টার্সের বরাদ দিয়ে এবিপি আনন্দ এক প্রতিবেদনে এখবর দিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ মুখে যতই তালেবান দমনের কথা বলুন না কেন, বাস্তবের ছবিটা কিন্তু তার থেকে যথেষ্ট আলাদা। সংবাদে বলাহয়, এই বিষয়ে শরিফ জানান, ‘আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে থেমে থাকা শান্তি আলোচনার ফের শুরু করা হবে। কিন্তু এই শান্তি আলোচনা চলাকালীন তালেবান দমন করতে পাকিস্তান পারবে না। কারণ, আলোচনা ও তালিবান দমন-একসঙ্গে চলতে পারে না’। মার্কিন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা উদ্ধৃতি দিয়ে বলেন, ‘তালেবানদের খতম করার যে আশ্বাস শরিফ দিয়েছেন, তাতে খুশি আমেরিকা। সাধারণ নাগরিকদের নিরাপদ রাখতে পাকিস্তানের উপর চাপ বজায় রাখবে আমেরিকা’। ওই শীর্ষ কর্তার দাবি, ‘আমরা ইসলামাবাদকে তালেবানদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় উৎসাহিত করব। আমরা বিশ্বাস করি, তালেবানদের বিরুদ্ধে চাপ বজায় রাখতে পারবে পাকিস্তান’। ২৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে