বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭, ০৫:১৭:১৭

চীনে ভয়াবহ ভূমিকম্প! ১৫০০ বাড়ি লণ্ডভণ্ড, ক্ষতিগ্রস্ত ১২ হাজার মানুষ

 চীনে ভয়াবহ ভূমিকম্প! ১৫০০ বাড়ি লণ্ডভণ্ড, ক্ষতিগ্রস্ত ১২ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: আবারও ভয়াবহ ভূমিকম্প চীনে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টা নাগাদ কেঁপে ওঠে উত্তরপশ্চিম চীনের শিনজিয়াং ইউগুর স্বশাসিত অঞ্চল।

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.‌৫। কম্পনের উৎপত্তিস্থল ছিল পামির মালভূমির দক্ষিণপূর্ব এলাকা। ক্ষতিগ্রস্ত কমপক্ষে ১২ হাজার মানুষ। পুরো এলাকা থেকে প্রায় ৯,২০০ জনকে নিরাপদ স্থানে সরানো হয়েছে।

ভূমিকম্পে সব থেকে ক্ষতিগ্রস্ত কুজগুন গ্রাম। সাড়ে চারশোজন বাসিন্দার এই গ্রামটিতে এ পর্যন্ত ৮টি দেহ উদ্ধার হয়েছে। জখম অন্তত ২৩ জন। মারা গিয়েছে প্রায় ৮২০টি গবাদি পশু। ভেঙে গিয়েছে ১,৫২০টি বাড়ি। প্রথম কম্পনের পরে আরও ৮২টি আফটার শক অনুভূত হয়।  

কম্পনের পরে রাস্তা ভেঙে, গাছ উপড়ে যাওয়ায় প্রথমে উদ্ধারকাজ ব্যাহত হয়। দুর্গতদের উদ্ধারে একযোগে কাজ করছে সেনা এবং পুলিস মিলিয়ে এক হাজারেরও বেশি কর্মী। তাঁদের সঙ্গে হাত লাগিয়েছেন হাজার দেড়েক সাধারণ মানুষ।

শিনজিয়াংয়ের শাসক দলের তরফেও উদ্ধারকাজে দল পাঠানো হয়েছে। বিদ্যুৎ সংযোগ কোথাও বিচ্ছিন্ন হয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎকর্মীরা। দুর্গতদের জন্য পাঠানো হয়েছে ত্রাণ।   
১১ মে ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে