বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭, ০৮:৪৯:৫৪

ভোটে হেরে গিয়ে ‘মুসলমানদের বিশ্বাসঘাতক’ বললেন মায়াবতী

ভোটে হেরে গিয়ে ‘মুসলমানদের বিশ্বাসঘাতক’ বললেন মায়াবতী

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশে ভোটে হারের পর মুসলিমদের বিশ্বাসঘাতক আখ্যা দিয়েছেন বহুজন সমাজবাদী পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী। তার দলেরই সাবেক নেতা নাসিমুদ্দিন সিদ্দিকির দাবি এমনটাই। খবর ইন্ডিয়াডটকমের।

দল বিরোধী কাজের অভি‌যোগে বিএসপি থেকে নাসিমুদ্দিনকে তাড়িয়ে দিয়েছেন মায়াবতী। বৃহস্পতিবার মায়াবতীর ধর্মনিরপেক্ষতার মুখ‌োশ টেনে খুলে দিলেন নাসিমুদ্দিন। তার অভি‌যোগ, হারের পর কাঁশিরাম, মুসলিম ও দলিতদের নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন বহেনজি(মায়াবতী)।

সিদ্দিকির কথায়, ‘বহেনজি আমায় ডেকে জিজ্ঞেস করেছিলেন, মুসলমানরা বিএসপিকে কেন ভোট দেয়নি? মুসলমানদের বিশ্বাসঘাতকও বলেছিলেন। তখন আমি বলেছিলাম, সংখ্যালঘু ভোট সমাজবাদী পার্টি-কংগ্রেস জোট ও বিএসপির মধ্যে ভাগ হয়ে গিয়েছে। কিন্তু মানতে চাননি মায়াবতী। তার ‌যুক্তি ছিল, ১৯৯৬ সালে আমি কংগ্রেসের সঙ্গে জোট করেছিলাম, তখনও মুসলিমরা আমায় ভোট দেয়নি।’

শুধু তাই নয়, মায়াবতীর বিরুদ্ধে আরও বিস্ফোরক অভি‌যোগ করেছেন নাসিমুদ্দিন সিদ্দিকি। তার দাবি, “দাঁড়িওয়ালা মুসলিমদের দেখে মায়াবতী বলতেন, (প্রচার অযোগ্য শব্দ) গুলো চলে এসেছে আবার। ওরা বিশ্বাসঘাতক। আমায় ভোট দেয়নি।”
১১ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে