 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : এবার সরাসরি পাকিস্তানের হয়ে লড়াই করার কথা বললেন কলকাতার টিপু সুলতান মসজিদের শাহি ইমাম মৌলানা সৈয়দ রহমান বরকতি। ইমাম বরকতির মন্তব্যকে ভারতবিরোধী বলে আখ্যা দিয়েছেন বিজেপি নেতারা।
ইমাম বরকতি বলেন, “ভারতকে কেন বানানো হবে হিন্দু রাষ্ট্র ? কেন এটা মুসলিম রাষ্ট্র হবে না? ২৫-৩০ কোটি মুসলমান আছে। কেন পাকিস্তান দেওয়া হবে না ? আমাদের পাকিস্তান দেওয়া হোক। আমরা পাকিস্তানের জন্য লড়ব।”
এছাড়াও আরও একটি বিতর্কিত মন্তব্য করেন তিনি। বরকতি বলেন, "যদি এটাকে হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা হয়, বলা হয় আজান সহ আরও অন্য অনেক কিছু বন্ধ হোক, তাহলে আমরা ছাড়ব না কাউকে। ছাড়া হবে না মোদিকেও। শুরু হবে জেহাদ। খালাস কর দিয়ে জায়েগা। জেহাদ তো আমরা করছিই।"
এদিকে, মৌলানা সৈয়দ রহমান বরকতির গ্রেপ্তারের দাবিতে লালবাজার (পুলিশ হেডকোয়াটার) অভিযানের ডাক দিল বিজেপি। বিজেপির রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠক করে আগামী ২৫ মে এই অভিযান করা হবে বলে জানান বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু। তার দাবি, ওই দিনের মধ্যে বরকতিকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করতে না পারলে রাজ্য বিজেপির তরফে তাকে লালবাজারে পুলিশের হাতে তুলে দেওয়া হবে।
১১ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস