শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫, ০৬:০১:০৭

চীন ও রাশিয়ার মাঝে পণ্যবাহী ট্রেন পরিসেবা চালু

চীন ও রাশিয়ার মাঝে পণ্যবাহী ট্রেন পরিসেবা চালু

আন্তর্জাতিক ডেস্ক : চীন ও রাশিয়ার মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচলের সূচনা হল। চীনের হুবেই প্রদেশ থেকে যাত্রা শুরু করে প্রায় ১০ হাজার কিলোমিটার রাস্তা পেরিয়ে সেই ট্রেন থামবে রুশ রাজধানী মস্কোয়। শনিবার প্রথম ট্রেনটি রওনা দিল হুবেইয়ের রাজধানী ইউহান থেকে। সেই ট্রেনে রয়েছে নানা যন্ত্রপাতি ও ইলেকট্রনিক সামগ্রী, যেগুলি মূলত চীনের ইউহানেরই তৈরি। চীনের সংবাদ মাধ্যম জিনহুয়ার বরাদ দিয়ে এবিপি আনন্দ এখবর দেন। খবরে জানা যায়, ৯ হাজার ৭৭৯ কিমি পথ পেরতে এই ট্রেনের ১২ দিন লাগবে। মস্কো থেকে ফেরার পথে ট্রেনেকরে নিয়ে আসা হবে কাঠ। এ কথা জানিয়েছেন ইউহান এশিয়া-ইউরোপ লজিস্টিক কোম্পানি লিমিটেডের এক শীর্ষকর্তা। প্রসঙ্গত, ইউহান থেকে উত্তরপশ্চিম চীনের জিনজিয়াং স্বশাসিত অঞ্চলের মধ্য দিয়ে ইউরোপে নিয়মিত পণ্যবাহী ট্রেন পরিষেবা গত বছরের এপ্রিলেই শুরু হয়েছে। চীনের একাধিক শহরের সঙ্গে ইউরোপের নানা দেশে পণ্যবাহী ট্রেন চলাচল চলছে অনেকদিন ধরেই। ২৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে