আন্তর্জাতিক ডেস্ক: ভারতে চলতি বছরে জুলাই মাসেই রাষ্ট্রপতি পদে নির্বাচন শুরু হবে। কে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে পারে সেই নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। দেশের আগামী রাষ্ট্রপতি কে হতে পারে সেই নিয়ে নানা নাম উঠে এসেছে রাজনৈতিক মহলে। এবারে সেই পদেই এবারে উঠে এল মহাত্মা গান্ধীর পৌত্র তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীর নাম।
এই বিষয়ে গতকাল বুধবার গোপালকৃষ্ণ গান্ধী বলেন, তিনি এই বিষয়ে ইতিমধ্যেই কথা বলেছেন। তবে এই কথোপকথন খুবই প্রাথমিক পর্যায়ে হয়েছে। এর থেকে বেশি কিছু বলা তার পক্ষে সম্ভব নয়।
কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী এবং সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি একাধিকবার গোপালকৃষ্ণ গান্ধীর সঙ্গে বৈঠক করেন। ইতিমধ্যেই আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে রাষ্ট্রপতি পদে নিয়োগের ক্ষেত্রে উঠে এসেছে বেশ কিছু নাম। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীনে ন্যাশানাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের হয়ে রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে পারেন, আরএসএস প্রধান মোহন ভাগবত,ঝাড়খণ্ডের রাজ্যপাল দ্রৌপদী মুর্মুর নাম উঠে এসেছে। এর পাশাপাশি লোকসভার প্রাক্তন স্পিকার মীরা নায়ারের নাম উঠে আসছে।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস