আন্তর্জাতিক ডেস্ক : কলকাতার ঐতিহ্যবাহী টিপু সুলতান মসজিদে ঢুকতে গিয়ে বিক্ষোভের মুখে শাহী ইমাম বরকতি। শনিবার সন্ধ্যার দিকে কলকাতার ধর্মতলার ঘটনা। বরকতিকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দা ও নামাজ আদায় করতে আসা মুসল্লিরা।
দেশের অখণ্ডতা বিরোধী মন্তব্য করায় বরকতির বিরুদ্ধে ধিক্কারে সরব হন বিক্ষোভকারীরা। দেহরক্ষীদের সাহায্যে ভিড় সরিয়ে কোনওক্রমে মসজিদে ঢোকেন ইমাম। ভেতরে ঢুঁকেই ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়।
বহু জলঘোলার পর শনিবার দুপুরে গাড়ি থেকে লালবাতি খুলেছেন তিনি। তবু ইমামের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ যে যায়নি তা টের পাওয়া গেল সন্ধ্যায়। তখন সবে বৃষ্টি থেমেছে, সন্ধ্যা ৬টা নাগাদ বরকতির গাড়ি মসজিদের ফটকের সামনে এসে দাঁড়াতেই ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বেশ কিছু মানুষ।
বরকতির আচরণ ও বক্তব্যে মসজিদের মর্যাদা ধুলোয় মিশে গিয়েছে বলে আগেই জানিয়েছিল মসজিদের পরিচালনা কমিটি। শনিবার সন্ধ্যায় স্লোগান ওঠে বরকতির বিরুদ্ধে। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তির পর ভিড় ঠেলে মসজিদে ঢোকেন ইমাম সাহেব। তার দেহরক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের একপ্রস্থ হাতাহাতি হয়। মসজিদের ভিতরে নিজের ঘরে ঢুকে তালা লাগিয়ে দেন তিনি।
ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ। বিক্ষোভকারীদের সরিয়ে গুরুত্বপূর্ণ ওই রাস্তা পরিষ্কার করার কাজে নেমে পড়ে পুলিশ। এসময় অতিরিক্ত পুলিশ সদস্যের উপস্থিত চোখে পড়ে।
১৩ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস