শনিবার, ১৩ মে, ২০১৭, ১০:৩৭:০৩

তিস্তায় ধরা পড়লো ‘বাহুবলী’ মাছ

তিস্তায় ধরা পড়লো ‘বাহুবলী’ মাছ

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির গজলডোবায় তিস্তা নদী থেকে ধরা পড়লো দৈত্যাকার আড় মাছ। পেল্লায় ওই মাছ ধরতে গিয়েই আহত হন চার জন। নাকানিচোবানি খাওয়ালেও, শেষ পর্যন্ত অবশ্য হার মানতে হয় দৈত্যাকার মাছটিকে।

জলপাইগুড়ি স্টেশন বাজারে নিয়ে আসা হয় মাছটিকে। ওজন করে দেখা যায়, তার ওজন পঞ্চাশ কেজি। খবর পেয়ে বহু মানুষ জড়ো হন বাজারে। মাছের সঙ্গে সেলফি বা ছবি তুলতে ভিড় জমে যায়। এমন বিরাট আকারের মাছ দেখে দাম জানতে শুরু করে দেন ভোজনরসিকরা।

তবে মৎস্যজীবীরা জানিয়েছেন, এ মাছের স্বাদ পেতে অপেক্ষা করতে হবে আরও এক রাত। আগামিকাল রোববারের বাজারেই খুচরো বিক্রি করা হবে মাছটি, তারা মাছটির নাম দিয়েছে বাহুবলী। আপাতত, ওই বাহুবলীকে রাখা হয়েছে বরফের মধ্যে।

জানা গিয়েছে, এই প্রজাতির মাছ আড়ের মতো চেহারা হলেও মাথা কোনও পশুর মতো। ১২ হাজার টাকায় এই মাছ কিনে নেন এক মাছ ব্যবসায়ী। রোববার বাজারে বিক্রি হবে। বিশালাকার এই মাছ অন্য মাছদের খেয়ে ফেলে। গাজলডোবায় জালে ধরা পড়ার পরে সুমন রায়, ভবতোষ বর্মনরা তিস্তায় ৭জন নেমে বিশালাকার মাছটিকে ধরে ফেলেন। তারপরে ট্রাকে করে জলপাইগুড়ি স্টেশন বাজারে নিয়ে আসা হয়।

১৩ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে