আন্তর্জাতিক ডেস্ক: ভ্লাদিমির পুতিন এসময়ের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। রাষ্ট্রীয় দায়িত্ব পালনে একজন সফল রাষ্ট্রনায়ক তিনি। কিন্তু একইসঙ্গে তার রয়েছে আসাধারণ কিছু গুণাবলি ও সুপ্ত প্রতিভা। প্রায়ই ব্যতিক্রমি কাজের মাধ্যমে ভক্তদের নজড় কেড়ে নেন পুতিন।
এবার চীন সফরে গিয়ে নতুন চমক দেখালেন তিনি। রাজনীতি ও অর্থনীতির বাইরে তিনি যে একজন সংস্কৃতিমনা মানুষ তার প্রমাণ রাখলেন। সবাইকে চমকে দিয়ে বাজালেন পিয়ানো। তাও যেনতেন ভাবে নয়, একদম প্রশিক্ষণপ্রাপ্ত পিয়ানো বাদকের মত।
চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে বেল্ট অ্যান্ড রোড ফোরামের (বিআরএফ) সম্মেলনে অংশ নিতে বেইজিংয়ে অবস্থান করছেন পুতিন। সেখানে তিনি চীনের ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’ পরিকল্পনা বাস্তবায়নে নিজের সমর্থন জানিয়েছেন।
রবিবার (১৪ মে) চীনের রাষ্ট্রীয় অতিথিশালায় শি জিনপিংয়ের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠকের জন্য অপেক্ষা করছিলেন পুতিন। হঠাৎই তার চোখ আটকে যায় সেখানে রাখা কালো রঙের ঝা চকচকে একটি পিয়ানোতে। মুহূর্ত কাল অপেক্ষা না করে এগিয়ে যান তিনি। পেশাদার বাদকের মতই বাজিয়ে শোনান দুটি জনপ্রিয় রুশ গানের সুর।
তবে পুতিন এবারই প্রথম চমক দেখালেন, তা নয়। এর আগেও তার নানা শখের কথা জেনেছে বিশ্ববাসী। তিনি শিকার করতে, মাছ ধরতে, ঘোড়ায় চড়তে পছন্দ করেন। ভালোবাসেন কুকুর ও বিড়াল। তবে তার পিয়ানো প্রীতির কথা এবারই প্রথম জানা গেল।- সিএনএন
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস