আন্তর্জাতিক ডেস্ক: সুন্দরী প্রতিযোগিতার সংজ্ঞা বদলাচ্ছে। এই প্রতিযোগিতায় খেতাব জিততে হলে তথাকথিত সুন্দরী হতে হবে। এমন ধারণা অনেকেরই। কিন্তু আস্তে আস্তে সেই মিথ ভাঙছে।
গত রবিবার রাতে মিস আমেরিকার খেতাব জিতলেন ২৫ বছরের কারা ম্যাককুলঘ। আফ্রিকান-আমেরিকান এই সুন্দরীকে দেখলে তথাকথিত সুন্দরী নাও মনে হতে পারে। কিন্তু কলোম্বিয়ার বাসিন্দা পেশায় একজন বিজ্ঞানী। পরমাণু শক্তি তৈরি ও পরমাণু প্রজেক্ট নিয়ে গবেষণা করেন এই ‘সুন্দরী’!
কিন্তু বিজ্ঞানী আর সুন্দরী প্রতিযোগিতা দুটোকে এক জায়াগায় রাখতে পারেন না অনেকেই। সেই ধারণাই ভেঙে চূড়মার করে দিলেন কারা। শুধু বিজ্ঞানীই না, কারা একজন সমাজকর্মীও। ২০১৭ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় আমেরিকার প্রতিনিধিত্ব করবেন তিনি।
এই প্রতিযোগিতায় যিনি ফার্স্ট রানার আপের খেতাব জিতে নিয়েছেন তিনি হলেন ছবি ভার্জ। ভারতে জন্মেছিলেন ছবি। এখন তিনি নিউ জার্সির বাসিন্দা।
এমটিনিউজ২৪ডটকম/এম.জে