রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫, ০১:৫৭:৫৯

গৃহযুদ্ধের মুখোমুখি পাক-প্রধানমন্ত্রী!

গৃহযুদ্ধের মুখোমুখি পাক-প্রধানমন্ত্রী!

স্পোর্টস ডেস্ক: আমেরিকা গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। শুক্রবার তাঁর বক্তব্য চলাকালীনই বাধা পান শরিফ। বালুচিস্তানের স্বাধীনতা চেয়ে সরব হন একদল মানুষ।অন্যদিকে, শরিফ সরকারের শাসনে পাকিস্তানে যে পুলিশি অত্যাচার, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে সেই অভিযোগ তুলে হোয়াইট হাউসের বাইরে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখায় একাধিক সংগঠনের সদস্যরা। করাচীর সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক দল এমকিউএম-এর আমেরিকা শাখার সদস্য জুনেইদ ফাহমি বলেন, সন্ত্রাসবাদ দমনের আড়ালে এমকিউএম ও মোহাজিরদের ওপর ব্যাপক নিপীড়ন চলছে পাকিস্তানে। সেইজন্যই হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ প্রদর্শন। গত মাসে শরিফের নিউ ইয়র্ক সফরের সময়ও রাষ্ট্রপুঞ্জের কার্যালয়ের বাইরে একই কায়দায় বিক্ষোভ দেখিয়েছিল এমকিউএম। গতকাল অবশ্য প্রচারমাধ্যমের নজরে বেশি পড়েন বালুচিস্তানের স্বাধীনতার সমর্থক এক বিক্ষোভকারী, যিনি ইনস্টটিউট অব পিস-এ শরিফের বক্তৃতার মাঝে স্লোগান তুলে তাঁকে চরম বিব্রত করেন। শরিফের ভাষণ শুরু হতেই ‘বালুচিস্তানের স্বাধীনতা চাই’ বালুচিস্তানে যুদ্ধ-অপরাধ বন্ধ হোক’ প্রভৃতি স্লোগান দিতে থাকেন আহমার মুস্তি খান নামে ওই বিক্ষোভকারী। ২৫ অক্টোবর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে