সেই রিকশাচালক এখন ভারতের হিরো!
আন্তর্জাতিক ডেস্ক : রিকশা চালিয়ে সংসার চলে। একদিন তেমন ভাড়া না জুটলে অর্ধাহারে কাটাতে হয় পরিবারকে। সেই রিকশাচালকের হাতেই এসেছিল প্রায় ২ লাখ টাকার সোনার গয়না ভর্তি ব্যাগ। ফেলে গিয়েছিলেন আরোহী দম্পতি। কিন্তু রিকশাচালক তা জমা দিয়েছেন থানায়।
রিকশাচালকের নাম মুহম্মদ নূর। দুর্গাপূজার নবমীর রাতের ওই ঘটনার পর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুরের ইসলামপুরে কার্যত ‘হিরো’ হয়ে গেছেন নূর। ইসলামপুর থানার আইসি মুকসেদুর রহমান বলেন, এখনকার দিনে এমন মানুষের খোঁজ মেলাই ভার। কিন্তু এমন মানুষেরা যে রয়েছেন, সেটা ফের প্রমাণ করে দিলেন ওই রিকশাচালক। তাকে কুর্নিশ জানাচ্ছি।
ইসলামপুর থানার কংগ্রেস রোডের বাসিন্দা ব্যবসায়ী রতন পাল তার স্ত্রী রুমকি দেবীকে নিয়ে পাওয়ার হাউস এলাকায় শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন।
রুমকি দেবী জানান, বাবার বাড়ি থেকে সেজে পূজা দেখতে বের হবেন ভেবে সব গয়না একটি ব্যাগে নেন। প্রায় ৬ ভরি সোনার গয়না ছিল। কিন্তু পুরনো বাসস্ট্যান্ডে রিকশা না পেয়ে হেঁটেই কিছুটা এগিয়ে যান তারা। চৌরঙ্গী মোড় এলাকা থেকে রিকশা নিয়ে তারা পাওয়ার হাউস মোড়ের দিকে যাচ্ছিলেন।
রতন জানান, বাড়ি পৌঁছলে স্ত্রী সোজা ঘরে চলে গিয়েছিলেন। ভাড়া মিটিয়ে রতনও বাড়ির ভিতরে চলে যান। ব্যাগ থেকে মোবাইল ফোনটি বের করতে গিয়ে নজরে আসে ব্যাগটি নেই। মনে হয়, হয়তো রিকশায় সেটি ফেলে এসেছেন তারা। এর পরই রিকশার খোঁজ শুরু হয়। পরে থানা থেকে ব্যাগটি সংগ্রহ করেন তারা।-আনন্দবাজার পত্রিকা
২৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে
�