বুধবার, ১৭ মে, ২০১৭, ১০:২০:০৫

ঋণ পরিশোধে ব্যর্থ স্বামী, অতঃপর স্ত্রীকে...

ঋণ পরিশোধে ব্যর্থ স্বামী, অতঃপর স্ত্রীকে...

আন্তর্জাতিক ডেস্ক:  মহাজনের কাছে ৪ লাখ টাকা ধার করেছিল স্বামী। কিন্তু এক লাখ দিতে পারলেও বাকি তিন লাখ টাকা পরিশোধ করতে পারেননি তিনি। আর তাই টাকার পরিবর্তে ঋণগ্রহীতার স্ত্রীকে তুলে নিয়ে গেল মহাজন ও তার সহযোগীরা। সম্প্রতি এ ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদে। যদিও পরে অপহৃত নারীকে তাঁর স্বামীর কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যমের খবর, দেড় বছর আগে শ্রীনিবাস নামের ওই মহাজনের কাছ থেকে চার লক্ষ টাকা মতো ধার নিয়েছিল ওই নারীর স্বামী, যিনি পেশায় নিরাপত্তারক্ষী। এরপর এক লাখ টাকা দেনা শোধ করলেও বাকি তিন লাখ টাকা দিতে পারেননি।  

এরই ধারাবাহিকতায় সোমবার রাতে ওই নারীর স্বামীর খোঁজে বাড়ি গিয়ে, তাঁকে না পেয়ে মহিলাকে তুলে নিয়ে চলে যায় শ্রীনিবাস ও তার সহযোগীরা। পরে মহিলার ছেলের অভিযোগের ভিত্তিতে একটি তিন সদস্যের দল গঠন করে নিজামাবাদ থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে