রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫, ০৩:৫১:৪৩

যে ব্যায়াম চীনের সবচেয়ে জনপ্রিয়!

যে ব্যায়াম চীনের সবচেয়ে জনপ্রিয়!

আন্তর্জাতিক ডেস্ক : মনিটরিং চীনা নিউস সার্ভিসের একটি খবর উদ্ধৃত করে জানাচ্ছে পূর্ব চীনের ঝেংঝু প্রদেশে অনেক স্বাস্থ্য সচেতন মানুষকে রাস্তায় দেখা যাচ্ছে হাতমোজা পরে দুই পা আর দুই হাত দিয়ে উবু হয়ে ফুটপাত ধরে হাঁটতে। এভাবে হাঁটা দেখতে বেশ অস্বস্তিকর মনে হলেও ওই প্রদেশের একজন চিকিৎসক বলেছেন এভাবে হাঁটার স্বাস্থ্যগুণ অনেক। হেনান প্রভিন্স হাসপাতালের ডেপুটি চিফ ফিজিশিয়ান লু পেইওয়ান বলছেন এতে শরীরের কিছু কিছু মাংসপেশী আরো সক্রিয় হয়ে ওঠে, যেসব মাংসপেশী মানুষ সাধারণত ব্যবহার করে না। এই ব্যায়াম মানুষের হাড় এবং লিগামেন্ট শক্ত করে। ওই চিকিৎসকের রিপোর্টে বলা হয়েছে এই ব্যায়াম অনেকটা প্রাচীন চীনা ওষুধের মত কাজ করে। এই ব্যায়াম পদ্ধতিতে মানুষকে পাঁচটি পশুর হাঁটাকে অনুকরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। এগুলো হল ভালুক, বানর, হরিণ, বাঘ এবং পাখি। চীনে প্রচলিত ওষুধ ও চিকিৎসার বাইরে শরীর ভাল রাখার জন্য নানাধরনের বিকল্প পদ্ধতি ব্যবহারের প্রচলন বহুদিনের এবং সেগুলো খুবই জনপ্রিয় । চীনের কোনো কোনো জায়গায় পার্কে বা উন্মুক্ত স্থানে নৃত্যসঙ্গীতের তালে তালে পেছনদিকে হাঁটাও একটা জনপ্রিয় ব্যায়াম। তবে দুই হাত আর দুই পা ব্যবহার করে পশুর মত হাঁটার ব্যায়াম নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও ব্যাপক চর্চ্চা হচ্ছে। অনেকে বলছে এভাবে হাঁটা ''হাস্যকর ও উদ্ভট।'' সিনা ওয়েবো নামে চীনের জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কে একজন মন্তব্য করেছেন ''আমার পাড়ার পার্কে এভাবে হাঁটতে হলে আমি লজ্জায় মরে যাব।'' ''মানবজাতির বিবর্তন মনে হচ্ছে ৫০০০ বছর পিছিয়ে গেছে।'' লিখেছেন আরেক সমালোচক। তবে অনেকে বলছেন এই ব্যায়াম যদি শরীরকে চাঙ্গা রাখে তাহলে আপত্তি কোথায়? ''অন্তত পার্কে বা উদ্যানে বাজনা বাজিয়ে উল্টো নাচার থেকে এটা অনেক ভাল- আর এই ব্যায়াম কেউ তো কারোকে বিরক্ত করছে না!-বিবিসি ২৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে