বুধবার, ১৭ মে, ২০১৭, ১০:২৮:৪১

তুরস্কের বিমান হামলা, নিহত ১১

তুরস্কের বিমান হামলা, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের উত্তরাঞ্চলে মঙ্গলবার তুরস্কের বিমান হামলায় নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) ১১ সদস্য নিহত হয়েছে। সেখানে তাদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। বুধবার তুর্কি জেনারেল স্টাফের বিবৃতিতে একথা বলা হয়। খবর সিনহুয়ার।

সামরিক বাহিনীর ওই বিবৃতিতে বলা হয়, ইরাকের উত্তরাঞ্চলের জপ ও মাতিনা অঞ্চলে পিকেকে’র অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।
এতে আরো বলা হয়, পিকেকে’র সদস্যরা সীমান্ত বরাবর তুরস্কের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালের জুলাই মাস থেকে তুরস্কের বিমানবাহিনী ইরাকের উত্তরাঞ্চল ও তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে পিকেকে’র বিভিন্ন অবস্থান লক্ষ্য করে নিয়মিতভাবে অভিযান চালিয়ে আসছে।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে