আন্তর্জাতিক ডেস্ক: গ্রিসের উপকূলে শতাধিক অবৈধ অভিবাসী বহনকারী একটি নৌকাডুবির ঘটনায় মৃত্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। নিহতদের মধ্যে অর্ধেকই নারী ও শিশু।
গ্রিস কোস্টগার্ড সূত্রে খবর, ফার্মাকোনিসি দ্বীপের উপকূলে ১০০ জনেরও বেশি শরণার্থী বোঝাই একটি ভাঙাচোরা নৌকা ডুবে যায়। এদের মধ্যে ৬৮ জনকে উদ্ধার করা হয়েছে এবং ২৯ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছে। এখনও পর্যন্ত ৩৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
অভিবাসীদের আন্তর্জাতিক সংস্থা গত শুক্রবার জানিয়েছে, চলতি বছর এ পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অন্তত ৪,৩০,০০০ অভিবাসী ইউরোপীয় দেশগুলোতে প্রবেশ করেছে। এ ছাড়া, যাত্রাপথে নৌকাডুবিতে মারা গিয়েছে অন্তত ২,৭৪৮ জন। এই অভিবাসীদের বেশিরভাগ সিরিয়াবাসী। সন্ত্রাসবাদের কারণে লাখ লাখ লোক মাতৃভূমি ছেড়ে পালাতে শুরু করেছে।
১৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/