রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫, ০৮:৪২:৫৪

নির্বাচনে জিতলে যুক্তরাষ্ট্রে মসজিদ বন্ধের হুমকি

নির্বাচনে জিতলে যুক্তরাষ্ট্রে মসজিদ বন্ধের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও এবার সাম্প্রদায়িকতার ছায়া। মার্কিন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প নিজের রাজনৈতিক প্রচারে এক সংবাদ সংস্থায় এসে বলেছেন, নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের সব মসজিদ বন্ধ করে দেবেন। এর ফলে নতুনকরে বিতর্কে জড়িয়েছে ডোনাল্ড ট্রাম্পের নাম। বিরোধী ডেমোক্রাটরা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ডকে একহাত নিয়ে বলেছেন, নিজের ভোটব্যাংক বাড়াতে যা ইচ্ছে বলছেন ডোনাল্ড। একই সঙ্গে এই বক্তব্য আমেরিকার পাশাপাশি সম্পূর্ণ বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীদের আঘাত করেছে বলেও তার অভিমত। কেবল মসজিদ বন্ধ করাই নয়, বৃহস্পতিবার ডোনাল্ড তার নির্বাচনী প্রচারে মুসলিমদের আরো বেশ কয়েকটি ইস্যুতে আক্রমণ করেন। ইসলামিক স্টেট বিষয়ে তিনি বলেন, আমেরিকার মুসলিমরা আইএসের প্রধান সমর্থক। তাদের আটকালেই আইএসকে আটকানো যাবে। এর আগে ডোনাল্ড মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকেও মুসলিম বলে আক্রমণ শানান। এমনকী ডোনাল্ডের মতে আমেরিকায় কোনো প্রেসিডেন্ট মুসলিম হতে পারে না।-সূত্র: এপি ২৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে