রবিবার, ২১ মে, ২০১৭, ১১:২৩:৪১

যেকোনো সময় ভারত-পাকিস্তান যুদ্ধ!

 যেকোনো সময় ভারত-পাকিস্তান যুদ্ধ!

আন্তর্জাতিক ডেস্ক: 'খুব কম সময়ের নোটিশে যুদ্ধের জন্য তৈরি থাকুন। ' ভারতের বিমান বাহিনীর প্রধান বিএস ধানোয়ারের এমন বার্তাতে নড়েচড়ে বসেছেন বাহিনীর কর্মকর্তারা। তবে কি পাকিস্তানের সঙ্গে যেকোনো সময়ে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার কথা বলেছেন ধানোয়া?

ভারতের একটি জাতীয় দৈনিকের বরাত দিয়ে এবেলার খবর, বিমান বাহিনীর প্রধান নিজের স্বাক্ষর করা একটি চিঠি পাঠিয়েছেন বাহিনীর প্রায় ১২০০০ অফিসারদের। ৩০ মার্চের চিঠিটিতে অনেক বিষয়েরই উল্লেখ রয়েছে। এই প্রথম কোনো বিমান বাহিনীর প্রধান সবাইকে এইরকম একটি চিঠি লিখলেন বলেও খবরে উল্লেখ করা হয়।  

তিনি লিখেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে একটি বিপদ সব সময়েই রয়েছে। ফলে আমাদের যা শক্তি রয়েছে, তা নিয়েই খুব কম সময়ের নোটিশে যেকোনো ‘অপারেশনের’ জন্য তৈরি থাকতে হবে। এই উদ্দেশ্যেই প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। ’

বিপদ বলতে তিনি পাকিস্তানের সঙ্গে ছায়া-যুদ্ধকেই বুঝিয়েছেন বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। কারণ যেভাবে কাশ্মীর উপত্যকায় জঙ্গি হামলা বা সেখানকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে, তাতে পাকিস্তানের মদত রয়েছে বলেই ইঙ্গিত। তবে এই চিঠি নিয়ে বিমান বাহিনীর পক্ষ থেকে কেউ মুখ খুলতে চায়নি।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে