সোমবার, ২২ মে, ২০১৭, ০৩:২৬:১২

মোদিকে হত্যা করলে ৫০ কোটি টাকা!

মোদিকে হত্যা করলে ৫০ কোটি টাকা!

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যা করতে এক যুবককে ফোন করে ৫০ কোটি টাকার অফার দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে দেশটির মধ্যপ্রদেশের সাতনা জেলায়। এমন খবর হিন্দস্তান টাইমসের।

যার কাছ থেকে ফোনটি এসেছিল সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। ওই ব্যক্তি জানিয়েছে, পাকিস্তান থেকে আসা ফোনে কথা বলছিল সে এবং যে ফোন নম্বর থেকে কল করা হয়েছিল সেটি +৭৯৬৫১২১৯ । শুধু তাই নয়, মোদিকে হত্যা করার পরিকল্পনায় তাদের দলে যোগ দিতে বলা হয়েছে সেই যুবককে।

সাতনা পুলিশ জানায়, কুশল সোনি নামে মধ্যপ্রদেশের এক যুবকের কাছে আসে ওই ফোন। তাকে বলা হয়- মুম্বাইয়ের একটি র‌্যালিতে হত্যা করতে হবে নরেন্দ্র মোদিকে। আর এ পরিকল্পনার জন্য নাকি এরইমধ্যে দু’জনকে বেছে নেয়া হয়েছে। এবার দরকার তৃতীয় জন। তার জন্যও ফোন করা হয় ওই যুবককে। ওই যুবককে এও বলা হয়, যত টাকা চায় তত টাকাই তাকে দেয়া হবে এ কাজের জন্য।

পুলিশ সুপার মিথিলেশ কুমার জানান, এ ঘটনার তদন্ত করছে পুলিশ। এটি কোনো ভুয়া ফোন কিনা তা তদন্তেই স্পষ্ট হয়ে যাবে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ফোনটি এসেছিল কাজাখাস্তান থেকে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে