রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫, ০১:৪০:৩০

আরেক ‘আয়লানকে’ সাগর থেকে জীবিত উদ্ধার

আরেক ‘আয়লানকে’ সাগর থেকে জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : সাগরে ভাসমান লাইফ জ্যাকেট পরিহিতি এক শরণার্থী শিশুকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করেছে তুর্কি জেলেরা। গত সপ্তাহে তুরস্ক হয়ে গ্রীসে পাড়ি দেয়ার সময় শরণার্থীদের বহনকারী দুটো নৌকা ডুবে গেলে বহু লোক নিখোঁজ এবং হতাহত হয়। এর একটি নৌকায় ছিল শিশুটি। জেলেরা প্রথমে শিশুটিকে মৃত ভেবেছিলেন। কিন্তু কিছুক্ষণ পরই তারা শব্দ শুনতে পান। তারা তাকে উদ্ধার করে তার লাইফ জ্যাকেট সরিয়ে ফেলে নিঃশ্বাস নেয়ার ব্যবস্থা করেন। ‘শিশুটি ফ্যাকাসে হয়ে গিয়েছিল। তার শরীরের তাপমাত্রা ভীষণ রকমের কমে গিয়ে ঠাণ্ডা হয়ে গিয়েছিল। তার হাত ও পা সাদা হয়ে গিয়েছিল। তার মুখে ফেনা উঠে যায়,’ বলছিলেন উদ্ধারকারী জেলেদের নেতা রিসেপ এভরান। তিনি জানান, এরপর বন্দর থেকে একটি উদ্ধারকারী নৌকা এসে শিশুটিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। বর্তমানে শিশুটি সুস্থ আছে। শিশুটির নাম মুহাম্মদ হাসান। তুর্কি জেলেরা এ সময় অন্য শরণার্থীদেরও সহায়তা করেন। এভরান জানান, সে সময় নারীসহ ৩০ জন শরণার্থী সাহায্যের আবেদন জানান। তিনি বলেন, অন্য শরণার্থীরা হয়তো গভীর সমুদ্রে তলিয়ে গিয়েছে। উল্লেখ্য, এর আগে তুর্কি উপকূল থেকে সিরীয় শিশু আয়লান কুর্দির মরদেহ উদ্ধার করা হলে সেই ছবি বিশ্ব বিবেককে ভীষণভাবে নাড়া দিয়েছিল। সূত্র: ওয়ার্ল্ড বুলেটিন ২৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে