রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫, ০৩:৪১:০৩

উর্দু না বলায় বিপাকে নওয়াজ শরীফ

 উর্দু না বলায় বিপাকে নওয়াজ শরীফ

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বিরুদ্ধে আইন অবমাননার অভিযোগ এনেছেন এক ব্যক্তি। জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইংরেজিতে ভাষণ দিয়ে আইন লঙ্ঘন করেছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি। পাকিস্তানি গণমাধ্যমে বলা হয়েছে, মিয়ান জাহিদ ঘানি নামের এক ব্যক্তি সুপ্রিমকোর্টে নওয়াজ শরীফের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেছেন। তার যুক্তি, গত ৮ সেপ্টেম্বর ‍সুপ্রিমকোর্ট কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে অফিসিয়াল ও অন্যান্য কাজে উর্দু ব্যবহারের যে নির্দেশনা দিয়েছে, জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইংরেজিতে ভাষণ দিয়ে সেই নির্দেশনা উপেক্ষা করেছেন নওয়াজ শরীফ। অভিযোগে ঘানি উল্লেখ করেন, রাশিয়া, চীন, জাপান, ভারত, কিউবা, ইরান ও ইউক্রেনের নেতারা একই অধিবেশনে তাদের নিজ নিজ ভাষায় ভাষণ দিয়েছেন। কিন্তু নওয়াজ শরীফ উর্দুতে ভাষণ না দিয়ে ইংরেজিতে ভাষণ দিয়ে আইন অবমাননা করেছেন। ২৫ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে