স্ত্রী হিলারির জন্য প্রচারে নামলেন বিল ক্লিনটন
আন্তর্জাতিক ডেস্ক : স্ত্রী হিলারি ক্লিনটনের জন্য প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারে নেমেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। প্রথমবারের মতো তিনি প্রচার শুরু করেছেন।
শনিবার আইওয়ায় ডেমোক্রেট দলের বার্ষিক বিশাল সভায় তিনি যোগ দেন। হিলারি কেন হোয়াইট হাউজের জন্য প্রস্তুত বিষয়টি স্পষ্ট করেন তিনি।
হিলারিকে পূর্ণ সমর্থন দিয়ে বিল ক্লিনটন বলেন, জাতীয় নিরাপত্তা ইস্যু নিয়ে রাষ্ট্রবিরোধী কোনো কাজ করেনি হিলারি। প্রেসিডেন্ট বারাক ওবামার অর্থনৈতিক উন্নয়নে দেশে ও বাইরে যা যা করা প্রয়োজন সবই করেছে।
প্রেসিডেন্ট হতে যে গুণাবলীর প্রয়োজন তা আছে কি না তার সবই জেনেছেন মার্কিন ভোটাররা। মার্কিনীদের জন্য সৌভাগ্য যে, একজন সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রার্থী হয়েছেন।
বিশ্ব মহামন্দার পরও যুক্তরাষ্ট্রে প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বৃদ্ধি করার জন্য বিল ক্লিনটন প্রেসিডেন্ট ওবামার প্রশাসনের প্রশংসা করেছেন। শুধু ডেমোক্র্যাটরাই নাগরিকদের ব্যক্তিগত আয় ও কর্মক্ষেত্রের নিরাপত্তা দিতে পারে দেশে। যুক্তরাষ্ট্রে বর্তমানে উন্নয়ন চলছে আরো উন্নয়নের জন্য ডেমোক্র্যাটদেরই প্রয়োজন।
বিল ক্লিনটন বলেন, সুপ্রিমকোর্ট, নাগরিক ও রাজনীতি এ তিনটি বিষয়ে তীক্ষ্ণ ধারণা থাকলে মার্কিন নাগরিক জীবন আরো সুন্দর হবে। এ বিষয়ে হিলারিই যথাযথ ভূমিকা পালন করতে পারবে বলেও মনে করেন বিল ক্লিনটন।
২০১২ সালে ওবামা দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য হিলারিই মুখ্য পালন করেছিলেন। ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে তাকে শ্রেষ্ঠ অভিযান পরিচালনাকারী হিসেবে গণ্য করা হয়েছিল।
বিল ক্লিনটন ১৯৯৩ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। নির্বাচনে তার স্ত্রী নারী প্রেসিডেন্ট নির্বাচিত হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। সূত্র : সিএনএন
২৫ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম