রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫, ১১:২৭:২৯

‘‌আমি ভারতীয়, পাকিস্তানকে ঘৃণা করি না’

  ‘‌আমি ভারতীয়, পাকিস্তানকে ঘৃণা করি না’

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বিরুদ্ধে বিদ্বেষ, ঘৃণার ঢেউকে দূরে ঠেলে শান্তি আর সৌহার্দ্যের বার্তা। হাতে ধরা ছোট্ট একটা চিরকূটে কয়েকটা লাইনে সীমান্তের দুই পাড়ের দুই প্রতিবেশী দেশের মেলবন্ধনের চেষ্টা এক ভারতীয়’র। সেই প্রচেষ্টায় মিলেছে ব্যাপক সাড়া। সম্প্রতি শিবসেনার কট্টর পাকবিরোধী প্রচার, পাক শিল্পী-লেখক এমনকি খেলোয়াড়দের বিরুদ্ধে তাণ্ডব লীলার সাক্ষী থেকেছে দেশ। এমনি সময়ে বিদ্বেষ মুছে ফেলে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে অনলাইনে প্রচার শুরু করেন মুম্বাইয়েরই বাসিন্দা রাম সুব্রহ্মণ্যম। এটা আদতে একটা হ্যাশট্যাগ ক্যাম্পেন। হ্যাশট্যাগ প্রোফাইল ফর পিস। তার এই প্রচারে সাড়া দিয়েছেন প্রতিবেশী দেশেরই বহু নেটিজেন। শান্তির এ বার্তা ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। রাম সুব্রহ্মণ্যমের চিঠি, ‘আমি ভারতীয়, আমি মুম্বাইয়ে থাকি, আমি পাকিস্তানকে ঘৃণা করি না, আমি জানি আমার মতো আরো অনেকেই রয়েছেন।’ এই কটি লাইন লেখা চিরকূটের সঙ্গে নিজের ছবি তুলে ফেসবুকে নিজের প্রোফাইল পিকচার চেঞ্জ করে ফেলেন রাম। এক রাতের মধ্যে হুহু করে ফেসবুক, টুইটার, ইন্সট্রাগ্রামে ছড়িয়ে পড়ে এই ক্যাম্পেন। প্রায় একই রকম বার্তা লিখে সবাই সবার প্রোফাইল পিকচার পাল্টাতে শুরু করে করে দেন। অসংখ্য ভারতীয় ও পাকিস্তানি এ প্রচার অভিযানে সামিল হয়েছেন। তারা জানিয়েছেন, তারা একে অপরকে ঘৃণা করেন না। বিদ্বেষের রাজনীতিই তাদের মধ্যে বিভেদের বেড়াজাল গড়ে তুলেছে। ২৫ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে