সোমবার, ২৯ মে, ২০১৭, ০৭:০০:৫২

এই প্রথম বিদেশ সফরে মোদির নিরাপত্তায় মহিলা এসপিজি

এই প্রথম বিদেশ সফরে মোদির নিরাপত্তায় মহিলা এসপিজি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার ছ’দিনের জন্য জার্মানি, স্পেন, রাশিয়া ও ফ্রান্স সফরে যাচ্ছেন। তার বিদেশ সফরের শুরুতেই দিল্লি বিমানবন্দরে যে ছবি দেখা গেল এদিন, তাকে কার্যত নজিরবিহীন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

এদিন দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে দেখা গেল মহিলা এসপিজিকে। এর আগে এই দৃশ্য কবে দেখা গিয়েছে, মনে করতে পারছেন না অনেকেই। এমনিতেই পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকেই ভারতের গোয়েন্দারা বারবার সতর্ক করে জানিয়েছেন, সন্ত্রাসবাদীদের নিশানায় রয়েছেন নরেন্দ্র মোদি।

গোয়েন্দাদের আশঙ্কা রয়েছে, কোনও জনসভায় বা ভিড়ের মধ্যে কোনও মহিলা জঙ্গি ফিদায়েঁ হামলা চালাতে পারে প্রধানমন্ত্রীর উপরে। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অফিসাররা জানিয়েছেন, মহিলাদের দিয়ে হামলার ছক কষা নতুন কৌশল নয়। মহিলা জঙ্গির হাতেই নিহত হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী।

আশির দশক থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তে জঙ্গি কার্যকলাপে মহিলাদের ব্যবহার করার চল বাড়তে শুরু করেছে। ইরাক, চেচনিয়া, ইজরায়েল, প্যালেস্তাইন, মিশর, তুরস্ক, শ্রীলঙ্কা বিভিন্ন দেশেই মহিলা সন্ত্রাসবাদ বেড়েছে। সম্ভবত সেই কারণেই এই বিদেশ সফরে মোদির নিরাপত্তার দায়িত্বে থাকবেন মহিলা এসপিজি।

ভারতের প্রধানমন্ত্রীর এই সফর তালিকায় রয়েছে জার্মানি, স্পেন, রাশিয়া ও ফ্রান্স৷ এই চার দেশের সঙ্গে দেশের আর্থিক সম্পর্ক আরও মজবুত করা এবং বিনিয়োগ আকর্ষণ করাই মূল লক্ষ্য বলে মোদি জানিয়েছেন৷ ভারতের প্রধানমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে, সোমবার জার্মানি থেকে মোদির সফর শুরু হবে৷ জার্মানি পৌঁছেই প্রধানমন্ত্রী সেদেশের চ্যান্সেলর অ্যাঙ্গেলা মর্কেলের সঙ্গে বৈঠক করবেন৷ পরে কথা বলবেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়ালতের স্টেইনমেয়ারের সঙ্গে৷

দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, জঙ্গিদমনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মোদি মর্কেল এবং ওয়ালতের সঙ্গে কথা বলবেন৷ সন্ধ্যায় বার্লিনে মোদি ও মর্কেল দু’ দেশের শীর্ষস্থানীয় শিল্পপতিদের এক সভায় মিলিত হবেন৷ মঙ্গলবার সকালে স্পেন যাবেন মোদি৷ তিন দশক পর প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী স্পেন যাচ্ছেন৷ স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ ও প্রেসিডেন্ট মারিয়ানোর সঙ্গে বৈঠক করার কথা মোদির৷

২৯ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে