সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫, ০৯:১১:০৪

এক বিস্কুটের দাম ১৮ লাখ টাকা

এক বিস্কুটের দাম ১৮ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক : বিলাসবহুল প্রমোদতরী টাইটানিকের প্রথম সফরে ঠাঁই পাওয়া একটি বিস্কুট নিলামে রেকর্ড ১৫,০০০ পাউন্ড (১৮ লাখ টাকায়) বিক্রি হয়েছে। আর এর মধ্য দিয়ে সেটি পেয়েছে বিশ্বের সবচেয়ে দামি বিস্কুটের তকমা। সম্প্রতি ইংল্যান্ডে অনুষ্ঠিত এক নিলামে ১৫,০০০ পাউন্ড (১৮ লাখ টাকায়) ওই বিস্কুট কিনে নেন গ্রিসের এক সংগ্রাহক। টাইটানিক ডুবে যাওয়ার দিন কার্পাথিয়া নামের একটি জাহাজ টাইটানিকের কয়েক জন যাত্রীকে বাঁচিয়েছিল। সেই জাহাজেই ছিলেন জেমস ফেনউইক। ফেনউইকের কাছেই সংরক্ষিত ছিল দ্য স্পিলার্স অ্যান্ড বেকার্সের পাইলট ক্র্যাকার নামের ওই বিস্কুট। দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের উইল্টশায়ারের হেনরি অলড্রিজ অ্যান্ড সন নিলাম হাউস ওই বিস্কুট নিলামে তোলে। প্রাথমিকভাবে এর দাম ধরা হয় ৮,০০০-১০,০০০ হাজার পাউন্ডের মধ্যে। নিলামকারী অ্যান্ড্রু অলড্রিজ বলেন, ‘বিশ্বের সবচেয়ে দামি বিস্কুট এটি।’ বিস্কুট ছাড়াও একই সঙ্গে নিলামে ওঠে একটি ছবিও। যে হিমশৈলের সঙ্গে ধাক্কায় ডুবে যায় টাইটানিক, ছবিটি সেই হিমশৈলটির বলেই দাবি করা হচ্ছে। সূত্র : পিটিআই ২৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে