শুক্রবার, ০২ জুন, ২০১৭, ০৮:১৪:৩১

আসছে ঝড়, সঙ্গে শিলাবৃষ্টিও

আসছে ঝড়, সঙ্গে শিলাবৃষ্টিও

আন্তর্জাতিক ডেস্ক : রাতেই কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আসছে ঝড় ৷ রাজ্যটির আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৫০ কিমি ঝড় আসবে কলকাতায় ৷ সঙ্গে রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনাও ৷ তবে শুধু কলকাতাতেই নয়, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা পূঃ বর্ধমান, হুগলি, উঃ ২৪পরগনা ও দক্ষিণ ২৪পরগনাতেও৷

কলকাতায় গোটা দিনটা গরমে কুপোকাত৷ আর সন্ধ্যা হলেই অল্প বৃষ্টি৷ তবে বৃষ্টি হলেও আপাতত গরম থেকে স্বস্তি পায়নি কলকাতা ৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, প্রতিদিনই অল্প অল্প বৃষ্টি হাজির হবে কলকাতার আকাশে ৷ সঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে অন্য জেলাগুলোতেও ৷

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যার পরপরই বৃষ্টি হতে পারে কলকাতাসহ পাশ্ববর্তী জেলাগুলোতে৷ শুধু বৃষ্টি নয়, ৫০-৭০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনাও রয়েছে৷ বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, পঃ বর্ধমান, মালদা ও মুর্শিদাবাদ, নদিয়াতে ৷

আবহাওয়া দফতরের খবর, গাঙ্গেয় উপকূলে নিম্নচাপ অক্ষরেখা সক্রিয়। যার জেরে আগামী চব্বিশ ঘণ্টা বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অবশেষে দহন জ্বালা থেকে সাময়িক মুক্তি পেল রাজ্যবাসী৷ তবে আপেক্ষিক আর্দ্রতার জেরে অস্বস্তি গরম থাকবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর।
২ জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে