শনিবার, ০৩ জুন, ২০১৭, ১১:৩৭:৪৮

হেরে গেলেন ট্রাম্প, সম্মানিত ব্যক্তি ওবামা

হেরে গেলেন ট্রাম্প, সম্মানিত ব্যক্তি ওবামা

আন্তর্জাতিক ডেস্ক:  যুক্তরাষ্ট্রের জনপ্রিয় প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা। এবার পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তি হিসেবে মূল্যায়ন করা হয়েছে তাকে। সম্প্রতি ম্যানেজমেন্ট কনসাল্টিং কম্পানি গ্যালাপ এর জরিপে এই স্বীকৃতি পেলেন ওবামা।

গত ৯ বছর ধরেই টানা প্রথম সারিতে রয়েছেন ওবামা, এবারও তাই। দ্বিতীয় অবস্থানে রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জরিপে অংশগ্রহণকারীদের ১৫ শতাংশ ট্রাম্পের পক্ষে রায় দিয়েছে, আর ওবামার প্রতি সমর্থন জানায় ২২ শতাংশ। আর এতে হেরে গেলেন ট্রাম্প, সম্মানিত ব্যক্তি ওবামা।

যুক্তরাষ্ট্রে গ্যালাপের গত ৭০টি জরিপে ২৮টি ছাড়া বাকিগুলোতে বর্তমান প্রেসিডেন্টরাই সম্মানিত হিসেবে বিবেচিত হয়েছেন। তবে এবারের হিসাবটা উল্টো। সব থেকে সম্মানিত হওয়ার সম্মানটা রয়ে গেল সাবেক প্রেসিডেন্ট ওবামার কাছেই।

যদিও জরিপটি শুরু হয়েছিল ২০১৬র ডিসেম্বরে। তখন ট্রাম্প প্রেসিডেন্টের আসনে বসেননি। সম্মানিত ব্যক্তিদের জরিপ তালিকায় এই দুই ব্যক্তির পর নাম রয়েছে পোপ ফ্রান্সিসের।

চতুর্থ অবস্থানে রয়েছেন ব্যার্নি স্যান্ডার্স, সুপরিচিত দালাইলামা রয়েছে ষষ্ঠ স্থানে এবং প্রিন্স উইলিয়াম হয়েছেন ১৯তম সম্মানিত ব্যক্তি। তবে সম্মানিত নারী তালিকায় প্রথমেই নাম রয়েছেন হিলারি ক্লিনটনের।

এ নিয়ে ২১তম বার তিনি তার নিজের জায়গা ধরে রেখেছেন। মূলত ২০০৮ থেকেই ওবামা ও হিলারি একইভাবে বিজয়ীর খেতাব নিয়ে আসছেন। নারীদের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন মিশেল ওবামা। এরপরের স্থানগুলোয় ক্রমানুসারে আছেন ওপরাহ, এলেন ডিজিনার্স ও রানি এলিজাবেথ।
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে