সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫, ০৩:০৭:৩২

‘সাদ্দাম-গাদ্দাফির ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত : ট্রাম্প

 ‘সাদ্দাম-গাদ্দাফির ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : ইরাক ও লিবিয়ার সাবেক শাসক সাদ্দাম হোসেন ও কর্নেল মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতায় থাকলে পৃথিবী বর্তমানের চেয়ে আরো ভালো থাকতো বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির অন্যতম প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সিএনএন’র ‘স্টেট অফ ইউনিয়ন’ টকশো অনুষ্ঠানে মধ্যপ্রাচ্য ইস্যুতে তিনি এমন মন্তব্য করেন। এসময় তিনি প্রেসিডেন্ট বারাক ওবামা ও ডেমেক্রেটিক পার্টির প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে তিরস্কার করেন। অনুষ্ঠানে সাদ্দাম ও গাদ্দাফি সম্পর্কে প্রশ্ন করা হলে জবাবে ট্রাম্প বলেন, সাদ্দাম এবং গাদ্দাফি ইরাক-লিবিয়ার ক্ষমতায় থাকলে পৃথিবী অনেক ভালো থাকতো। এ ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত। ইরাক-লিবিয়ার বর্তমান অবস্থার কথা উল্লেখ করে টাম্প বলেন, যদি কয়েক বছর আগের কথা বলি তাহলে সাদ্দাম-গাদ্দাফি নিঃসন্দেহে ভালো মানুষ না। কিন্তু বর্তমানের অবস্থার চেয়ে তাদের সময় অনেক ভালো ছিল। ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনী ইরাকের ওপর হামলার পর ২০০৬ সালে সাদ্দাম হোসেনকে ফাঁসি দেয়া হয়। ২০১১ সালে একই ধরনের হামলায় শেষ হয় গাদ্দাফির চার দশকের শাসনামাল। তিনিও নিহত হন। ২৬ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে