শনিবার, ০৩ জুন, ২০১৭, ০৩:৪৪:০৭

ট্রাম্প টয়লেট পেপার

ট্রাম্প টয়লেট পেপার

আন্তর্জাতিক ডেস্ক: টয়লেট পেপারের ব্র্যান্ড হিসেবে ট্রাম্পের নামটিই বেছে নিলেন এক উদ্যোক্তা। মেক্সিকোর এক ব্যবসায়ী বাজারে ছাড়ছেন 'ট্রাম্প' ব্র্যান্ডের টয়লেট পেপার। ওই ব্যবসায়ীর নাম অ্যান্টোনিও বাতাগলিয়া। 

উদ্যোক্তা জানিয়েছেন, টয়লেট পেপার বিক্রির লভ্যাংশের ৩০ শতাংশ তিনি অভিবাসীদের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে দান করবেন। অ্যান্টোনিও বাতাগলিয়া বলেন, গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়ে ট্রাম্প যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের অপরাধী, মাদক বহনকারী বলেছিলেন।

ওই সময়ই তিনি ট্রাম্পের প্রতি চরম বিরক্ত হন। ট্রাম্পের নামে টয়লেট পেপার তৈরির ধারণাটি তাঁর মাথায় আসে ওই বিরক্তি থেকেই। তবে ট্রাম্পের নামে টয়লেট পেপারের এ ধারণা নতুন নয়। বছরখানেক আগে চীন ট্রাম্পের মুখচ্ছবিসংবলিত টয়লেট পেপার বাজারে ছাড়ে। তখন চীনাদের বিরুদ্ধে তোপ দাগিয়েছিলেন ট্রাম্প।
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে