আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে এক বিক্ষোভকারীর জানাজায় তিন দফা বিস্ফোরণে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩৫ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
নিরাপত্তা পরিস্থিতির উন্নতির দাবিতে শুক্রবার কাবুলে আয়োজিত বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত সিনেটের ডেপুটি স্পিকারের ছেলে। তার জানাজায় শনিবার এ হামলার ঘটনা ঘটে।
এর আগে গত বুধবার সকালে কাবুলের কূটনৈতিক এলাকার কাছে ভয়াবহ বিস্ফোরণে ঘটনা ঘটে। ওই বিস্ফোরণের ঘটনায় বহু মানুষ হতাহত হয়। সেই রেশ কাটতে না কাটতেই এই বিস্ফোরণের ঘটনা ঘটলো।
৩ জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস