শনিবার, ০৩ জুন, ২০১৭, ০৮:০৯:২৮

ভারতীয় সেনা কনভয়ে হামলা, নিহত ২ সেনা

ভারতীয় সেনা কনভয়ে হামলা, নিহত ২ সেনা

আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গি হামলায় ফের রক্তাক্ত হল ভারতের কাশ্মির উপত্যকা। কুলগাম জেলার কাজিগাম এলাকায় সেনা কনভয়ে হামলা চালিয়েছে জঙ্গিরা। এই হামলায় নিহত হয়েছেন ২ সেনা। এই ঘটনায় গুরুতর আহত ৪ জন। স্থানীয় সেনা হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন।

হামলাকারীদের সন্ধান পেতে এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে সেনারা। সেনাসূত্রে খবর, শনিবার সকালে জম্মু থেকে শ্রীনগরের উদ্দেশে রওনা দেয় সেনা কনভয়টি। হিলার শাহবাদের কাছে জম্মু–শ্রীনগর জাতীয় সড়কে, শ্রীনগর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে লোয়ার মুন্ডা টোল পোস্টে পৌঁছাতেই কনভয় লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা।

ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৪৭তম লাইট এডি রেজিমেন্টের সেনা ওপি মনিভনাগ এবং ৫৪তম এফডি রেজিমেন্টের জওয়ান অনীক দীপক মেথির। আহত হয়েছেন আধাসামরিক বাহিনীর ১০৬ টিএ–র জওয়ান নাইক সুবেদার শ্রীনিবাস মুরলী, ৫৪ এফডি রেজিমেন্টের নায়েব সুবেদার শিব কুমার, আধা সেনার ১০৬ টিএ রেজিমেন্টের বৈদ প্রকাশ এবং আধা সেনার ৪৮ এডি–র সুভাষ চাঁদ।

নিয়ন্ত্রণ রেখায় লাগাতার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের জেরে উপত্যকার পরিস্থিতি এমনিতেই থমথমে। শনিবার সকালেও পুঞ্চে নিয়ন্ত্রণ রেখা বরাবর ফের গোলাগুলি চালিয়েছে পাকিস্তানি সেনারা। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই। তবে গুলি বিনিময় চলছে।

প্রতিরক্ষা মন্ত্রালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মনীশ মেহতা জানিয়েছেন, ‘‌বিনা প্ররোচনায় শনিবার সকাল ৯টা ২০ মিনিটে ফের অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাক সেনা। পুঞ্চের কৃষ্ণ ঘাটিতে গোলাগুলি ছুঁড়েছে তারা।’‌

৩ জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে