৩ দিনের মধ্যে সৌদি না ছাড়লে জরিমানা ২১ লাখ
আন্তর্জাতিক ডেস্ক : হজযাত্রীদের সৌদি ছাড়ার সময় বেধে দিয়েছে দেশটির সরকার। আগামী ১৫ মহররম বৃহস্পতিবারের মধ্যে হজযাত্রীদের সৌদি ছাড়ার সময় বেধে দিয়ে সতর্কও করা হয়েছে। এর ব্যত্যয় ঘটলে হজ সেবায় নিয়োজিত সংস্থাগুলোকে ২৫ হাজার রিয়েল থেকে ১ লাখ পর্যন্ত জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় সর্বোচ্চ প্রায় ২১ লাখ টাকা।
অভিবাসন দপ্তরের বরাত দিয়ে আজ সোমবার দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম আরব নিউজে এ খবর দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যেসব হাজি দেশটিতে অবস্থান করবেন তাদের সতর্ক করা হয়েছে। এসব হাজিদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
অভিবাসন দপ্তর জানায়, ২৫ হাজার রিয়েল থেকে ১ লাখ পর্যন্ত জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে। আইন ভঙ্গ করলে তাদের আরো জরিমানা করা হবে।
একটি অনলাইনের সংবাদ মাধ্যমে জানা গেছে, মদিনা থেকে বের হওয়ার জন্য সীমান্ত পয়েন্টগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এরই মধ্যে বিমান ও স্থলপথে সৌদি ছেড়েছে ৫ লাখ ২৫ হাজার ৪৮৩ হাজি।
এর মধ্যে শুধু প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে সৌদি ছেড়েছে ৩ লাখ ২২ হাজার ৬৬১ জন। বিভিন্ন এক্সিট পয়েন্ট ও স্থলপথ দিয়ে দেশে ফিরেছে ৩৫ হাজার ৩২২ জন।
২৬ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�