আন্তর্জাতিক ডেস্ক: লন্ডনে ফের সন্ত্রাসী হামলা হয়েছে। হামলায় ছয় ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন। আজ রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলার পর ঘটনাস্থলে পুলিশের সদস্যরা। শনিবার রাতে লন্ডন ব্রিজে পথচারীদের ওপর দ্রুত গতির একটি ভ্যান উঠিয়ে দেয় সন্দেহভাজন সন্ত্রাসীরা। এ ছাড়া পার্শ্ববর্তী বারা মার্কেট এলাকায় কয়েকজন সন্দেহভাজন সন্ত্রাসী ছুরি নিয়ে সাধারণ লোকজনের ওপর হামলা চালায়।
এমটিনিউজ২৪/এম.জে