রবিবার, ০৪ জুন, ২০১৭, ১০:০৯:৫১

সন্ত্রাসদের হাত থেকে রক্ষা পেতে ফ্রান্স এর সহায়তা চায় ভারত

সন্ত্রাসদের হাত থেকে রক্ষা পেতে ফ্রান্স এর সহায়তা চায় ভারত

আন্তর্জাতিক ডেস্ক: চার দেশের সফরের শেষ পর্বে এখন ফ্রান্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ত্রাসদের হাত থেকে রক্ষা পেতে ফ্রান্স এর সহায়তা চায় ভারত।

রাশিয়ার মতো সেখানেও বিশ্ব সন্ত্রাসবাদ দমন নিয়ে তাদের পাশে চাইলেন নমো। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ-র সঙ্গে জলবায়ু ও সন্ত্রাসবাদ প্রসঙ্গে বৈঠক সারেন মোদী। এরপর তারা একটি যৌথ সাংবাদিক সম্মেলন করেন। বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন দুই রাষ্ট্র নেতাই।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক বরাবরই বন্ধুত্বপূর্ণ। দুই দেশ একসঙ্গে সন্ত্রাসবাদ দমনে একসঙ্গে কাজ করবে বলেই আজ যৌথভাবে সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্প্রতি প্যারিস জলবায়ু চুক্তি থেকে নাম প্রত্যাহার করেছে আমেরিকা। তবে, তারপরও প্যারিস জলবায়ু চুক্তি যে সফল হবে, সেব্যাপারে আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে