সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫, ০৬:২৫:০৭

ভূমিকম্পে পাকিস্তানে ১৩০ ও আফগানিস্তানে ১৯ জন নিহত

ভূমিকম্পে পাকিস্তানে ১৩০ ও আফগানিস্তানে ১৯ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ এশিয়ার তিন দেশে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। আফগানিস্তান, ভারত ও পাকিস্তানে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূ-কম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশ সময় বেলা তিনটার দিকে ভূমিকম্পনটি অনুভূত হয়। আজ সোমবার বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ২৫০ কিলোমিটার উত্তর-পূর্বে হিন্দুকুশ অঞ্চলের ২১৩ দশমিক ৫ কিলোমিটার গভীরে। প্রায় এক মিনিট স্থায়িত্বের ভূমিকম্পের সময় আফগানিস্তানের কাবুল, পাকিস্তানের ইসলামাবাদ ও ভারতের নয়াদিল্লির বিভিন্ন ভবনে থাকা লোকজন আতঙ্কে রাস্তায় নেমে আসে। ভূমিকম্পে এখন পর্যন্ত পাকিস্তানে ১৩০ ও আফগানিস্তানে ১৯ জন নিহতের খবর পাওয়া গেছে। তিন দেশে হাজারের বেশি মানুষ আহত হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানানো হয়েছে। ভারতের দিল্লি, কাশ্মীর, হরিয়ানা ও পাঞ্জাবে স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের ফলে পাকিস্তানের ইসলামাবাদ ও পেশোয়ারের যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে। ভয়াবহ ভূমিকম্পটির ৪০ মিনিট পর একই এলাকায় আবার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৮। ২৬ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে