আন্তর্জাতিক ডেস্ক: দিল্লি থেকে উত্তরপ্রদেশগামী বাস মধ্যরাতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে বাসের ভেতরেই পুড়ে মৃত্যু হয় ২২ জনের। অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ভারতীয় গণমাধ্যমগুলো।
উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, দিল্লির আনন্দবিহার থেকে উত্তরপ্রদেশের গোন্ডায় যাচ্ছিল বাসটি। স্থানীয় সময় রবিবার রাত দেড়টা নাগাদ উত্তরপ্রদেশের বরেলীর কাছে ২৪ নম্বর জাতীয় সড়কে উল্টোদিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে বাসের।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই বাসের জ্বালানি ট্যাঙ্কার ফেটে যায়। এর জেরেই বাসে আগুন লেগে যায়। দুর্ঘটনার সময় বাসের বেশির ভাগ যাত্রীই ঘুমাচ্ছিলেন। আগুন লেগে যাওয়ার পরে কয়েক জন যাত্রী জানালা দিয়ে লাফিয়ে নেমে পড়েন। তারা প্রাণে বাঁচলেও, বাসের পিছনের দরজা বন্ধ থাকায় অধিকাংশ যাত্রীই বেরোতে পারেননি।
ঘটনাস্থলেই মারা যান ১৭ জন। পরে হাসপাতালে নিলে আরও পাঁচজনের মৃত্যু হয়। স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
বরেলীর পুলিশ সুপার যোগীন্দ্র কুমার বলেন, ‘অগ্নিদগ্ধ ১০ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে। বাসের জানালা থেকে বাইরে লাফিয়ে নেমেছিলেন ২০ জন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।’ দুর্ঘটনার সময় বাসে মোট কত জন যাত্রী ছিলেন তা এখনও নির্দিষ্ট ভাবে জানতে পারেনি পুলিশ।
এমটিনিউজ২৪/এম.জে