সোমবার, ০৫ জুন, ২০১৭, ০৬:৪২:২০

অধীর আগ্রহে এই সিনেমাটি দেখার অপেক্ষায় নরেন্দ্র মোদি

অধীর আগ্রহে এই সিনেমাটি দেখার অপেক্ষায় নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন এই ছবিটির জন্য। কবে মুক্তি পাবে ছবিটি তা জানার জন্য ইতিমধ্যেই ছবির প্রযোজকের সঙ্গে মোদি যোগাযোগও করেছেন বলে খবর।

ছবিটি হল মালয়ালি সুপারস্টার মোহনলালের ড্রিম প্রজেক্ট 'দ্য মহাভারত'। নরেন্দ্র মোদি এই ছবির প্রযোজক বি আর শেট্টিকে একটি চিঠি লিখেছেন বলেও জানা গিয়েছে। যেখানে এই ছবি তৈরিতে শেট্টিকে পূর্ণ সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি।

জানা গিয়েছে, এই ছবির প্রযোজনা সংস্থা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছিলেন। প্রধানমন্ত্রীর দফতর সেই চিঠির উত্তরে দেখা করার সম্মতি দিয়ে সাহায্যের আশ্বাস দেয়। বিশ্বের বিভিন্ন ভাষায় নির্মিত হবে 'দ্য মহাভারত'।

ভারতীয় সিনেমার ইতিহাসে এটিই সবচেয়ে বড় বাজেটের ছবি হতে যাচ্ছে। আরব আমিররাতের ভারতীয় ব্যবসায়ী বি আর শেট্টি 'দ্য মহাভারত' তৈরির জন্য প্রায় হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছেন। পরিচালক ভি এ শ্রীকুমার মেননের নির্দেশনায় এই ছবি তৈরি হবে দু'টি পর্বে। ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে শুরু হবে শুটিং। ছবির প্রথম ভাগটি ২০২০ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় ভাগটি তার ৯০ দিন পর।

প্রযোজক জানিয়েছেন, এই ছবিতে বহু নামজাদা ভারতীয় এবং বিদেশি অভিনেতা-অভিনেত্রীকেও দেখা যাবে। শোনা যাচ্ছে, এই ছবিতে মালয়ালি সুপারস্টার মোহনলালকে ভীমের চরিত্রে দেখা যাবে। তিনিই এই ছবি তৈরি করা নিয়ে প্রথম পর্যায়ে এগিয়ে এসেছিলেন। ইতিমধ্যেই কমল হাসন এবং অমিতাভ বচ্চনের সঙ্গেও কথা হয়েছে বলে খবর। তবে তারা এই ছবিতে অভিনয় করতে রাজি হয়েছেন কিনা তা এখনও জানা যায়নি।

এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে